জীবন হয়ে যাক ছন্নছাড়া,
থাকবে না কোনো পিছুটান।
সম্পূর্ণ অবধারণের অবকাশে;
মিলে যায় যেন সব অবসান।
দৃষ্টি আমার মায়ার পানে
পক্ষে ছিলো না কোনো মূল্যমান,
অবধারণের শেষ পাতায় ছিলো
কেবল তীব্রতর অণু বিভাজনের সংলাপ।
মূল্য নিরূপণে যখন
নাম হয়েছে তার খেলা!


কতক আবেগের মৃত্যুদণ্ডে
নিছক সবই তাই বলছি আজ।
তবে হোক শাস্তি;
দোষ তো আমার চিরসহচর
মায়ার দাগে দাগী আমি
কেনো হইনি আমি ছলনাময়ী???