রূপভিত্তিক খাতায় নাম নেই,
গুণভিত্তিক তালিকায় কেউ খুঁজে না ।


জীবন শর্তহীন তবে বেঁচে থাকতে
কেনো এতো শর্তের সমাহার?


জীবনের গন্তব্য নিরুদ্দেশ তবে প্রতি মুহূর্তে
কেনো বিশেষ উদ্দেশ্যের অনুসন্ধান?


নিয়ম পালনে কারো নয়নে না হয় ঠাঁই তবে
কেনো নিয়ম ভাঙনে কটু কথার বিষ পান?


কর্তব্য পালনে বহে না শ্রদ্ধার জলধারা তবে
কেনো কর্তব্য এড়ানো শত পাপে ভরা?


নীতি থাকতে জোটে না কর্মফল তবে
কেনো নীতিহীনতায় সকলে দেখে দোষের টলমল?


আত্মার উপস্থিতিতে বাহ্যিক উপস্থাপনার বড়াই তবে
কেনো আত্মার অবকাশে এতো দুঃখের ঘনঘটা?


শত শত কেনোর উপস্থিতি তবে
কেনো তীব্রতরে বেঁচে যাওয়ার সাধ?


সব কেনোর উত্তর মিলবে যেদিন,
চূড়ান্ত রূপের কাঠগড়ায় হবে সকলের দস্তখত !!