দিয়েছি বহু পথ পাড়ি,
কিছুক্ষণ আগে না হয় একটু আগে
কি আসে যায় হারাই যদি ভবিষ্যতে ।
ফিরতে হবে
হোক তা নিজ সত্ত্বা বা নিজ বাড়ি ।


পথের মাঝে হারিয়ে গেলে
ট্রাফিকের লালবাতি আমাকে খুঁজবে না ।
শূন্য গন্তব্যের সফর হলেও
ছুটতে থাকা মানুষের ভীড়ে ঠাঁই হবে না ।


অর্থহীন এই শহরে বহু প্রস্তাবে
উপেক্ষিত আমি বারেবার ।
নিজ স্বার্থের প্রতি অবহেলা করেছি বহুবার ।
ভাবি না এখন আর গভীরতার দিক থেকে
কারণ শতবার হারালেও
আমাকে যে ফিরতে হবে
ধূলিসাৎ হওয়া নিজ সত্ত্বার নগরীতে ।