সংশয়ে পরেছি আমি
শত মানুষের ভীরে,
মূল্য যে নির্ভর করে আদর্শ ছাড়িয়ে
আজ সৌন্দর্যের অতলে।
শত মানুষের চিন্তাশক্তিতে
এ জগৎ চলছে প্রতি বেলা ।


খুবই তুচ্ছ জ্ঞানের অধিকারী আমি
অগ্রগতির সাথে তাল মিলাতে গিয়ে
অস্বস্তি পরিস্থিতির অবকাশ ঘটেছে অনেক ।
আদর্শের বুলি আওড়িয়ে
কার কি লাভ হয়েছে তা হয় তো
আমি আসলেই জানি না,
কিন্তু আমার লাভের অংকটা যে
প্রতিনিয়ত শূন্যতায় ঘেরা ছিলো
আজ তা স্বীকারে কোনো দিধা নেই ।


সুখবিলাসী জীবনের আশায় অজানা বেদনাকে
কাছে টেনে নিতেও কোনো অভিযোগ ছিল না ।
একাকীত্বের তীব্রতম বেদনা থেকে
মুক্তির ইচ্ছাতে খুঁজে নিয়েছিলাম বাসনার পূর্তি ।


মুক্তি,তা আর পেলাম কই
চক্রাকারে ঘুরছি আজও সংশয়ের মাঝে ।
কোণঠাসা করেছি নিজেকে আজ
জগতে সকলের অপ্রকাশিত আবদারে ।