প্রতিমুহূর্ত বহন করছি
কোমল অবহেলার ভার,
এই অবহেলা সেই অবহেলা নয়
যা সকলের নয়নে দৃশ্যমান।
এ তো এক অদৃশ্য অবহেলা
প্রতিমুহূর্ত যা আমার কাছেই
দিয়েছে উপস্থিতির জানান।


অবহেলার ভার সইতে যেমন
অভিমান ও করছি বহুবার,
কিন্তু আমার এ অভিমানের
আদালতের কাঠগড়ায় সর্বদাই
নির্দোষ প্রমাণিত হয়েছে অবহেলা।
সর্বক্ষণ দোষে দোষী সাব্যস্ত হয়েছে
কেবল আমার অভিমান।


দিগ্বিদিক ছুটেছি সেই শূন্যতার পতনে;
নতুনত্বের পথকে ঠেলেছি দূরে।
আমার শূন্যতা পূরণ করাতেই
যখন আমার এতো অব্যক্ত আয়োজন,
মেনে নিলাম না হয় অদৃশ্য অবহেলার ভার।