জীবন নদীর বাঁকে বাঁকে
হঠাৎ জমা পলি,
প্রশস্ত এই চওড়া বুক আজ
জলসেচনের গলি।
সরু গড়ন শীর্ণকায়া
অল্পখানিক জল,
অল্প জলেই তেষ্টা মেটাই
বুকে জমাই বল।
বিন্দু বিন্দু জল জমিয়ে
আবার গড়বো সিন্ধু,
সভ্যতারই মাপকাঠিতে
নাই বা পেলাম বন্ধু।
সাগরের ঐ জলোচ্ছ্বাসের,
গর্জনের ঐ সুর,
বিদীর্ণ শব্দগুলো ছুটছে যেন
দূর হতে বহুদূর।
সবল মনে শক্তি প্রবল
আবার ঘুরে দাঁড়ায়,
জলের নিচের জমাট পলি
নতুন ফসল ফলায়।
নদীর বুকে চর জেগেছে
এপারে নদীর ভাঙন,
আমার দানেই উথলে উঠুক
তোমার বুকের প্লাবন।।