গোল গোল চোখ
চাহনি অপলক
দূর থেকে দেখে কেবল একটি নজর
ভাবখানা এই-
চেনা বুঝি এই মুখ হাজার বছর।
আহবানে দুহাত সামনে বাড়াই-
এগিয়েও আচমকা থমকে দাঁড়াই।
খিলখিল হেসে
উচ্ছাসে ভেসে
নব্য রপ্ত ছোটছোট পায়ে
তীব্রবেগে ছুটে আসে থপথপিয়ে।
হাত ছুঁতে তখনও কয় গজ বাকি
তাতে কী!
ছেড়ে দেয় শরীরের সবটুকু ভর
চোখ মুখে দেখি তার আস্থা অপার
শরীর জুড়ে লেগে থাকা ছোট্ট শরীর
শেখায় জীবন বোধ অনেক গভীর
আচমকা মনে হয়-
বেঁচে থাকা হয়ত সুখময় নয়
তবে জীবন বড় সুন্দর।।