কন্যা তোমার চোখের গভীরতায় দেখি স্বপ্নের ঘুড়ি
বাহারি নানান রঙে তোমার হাতভর্তি কাচের চুড়ি।
নরম পেলব শরীর মাঝে নরম কোমল মন
বাঁধভাঙ্গা ঐ হাসির মাঝেই সুখী আপনজন
পুতুলখেলার দিনগুলোতে সাজ সাজ রব যবে
কালই তো পুতুল বিয়ের যজ্ঞ শুরু হবে।
এমনি করেই দিনের শেষে তরুণী তুমি হলে
সানাই বাদ্যে আজ তোমারই বিয়ের যজ্ঞ চলে।
চোখের মাঝে স্বপ্ন ঘুড়ি আজও উড়ে চলে
ঘর বদলের সাথেই রঙের বদল হলো বলে।
প্রত্যাশার কুঁড়েঘরে একটু একটু করে
হাহাকারের গুমোট হাওয়া উঠবে দেখো ভরে।
মনের মাঝে ছুরির পোচ অলক্ষ্যেই থাকে
গায়ের উপর সিলের ছাপ মনচিত্র আঁকে।
পানি না ছুঁয়েও কন্যা, সাগর পাড়ি দেয়া যায়
চোখের পানি ফেলেই জীবনটাকে পাড়ি দিতে হয়।
কাঁদতে কাঁদতে ধরায় এসে, কাঁদবে চিরকালে
কেঁদে কেটেই কন্যা তোমার যাত্রা পরকালে।