নীলাচলের নীল থেকে
খানিকটা নীল নিয়ে
কষ্টগুলো রাঙিয়ে নিই নিশ্চিন্তে।
নির্বিকার হে নীলাম্বর,
নীল তোমার নিশ্ছিদ্র অহংকার
আমার আছে নীলাম্বরী
সাথে একরাশ বেদনার নীল।
নীপবনে নীরবতার নিগূঢ় নিনাদে
নিত্য নিথর এই হৃদয় নিতল
নীরব নীরস নিস্পন্দ প্রেমালাপ
মন বলে-
নিমজ্জনে নিমীলিত হোক সে প্রলাপ
নীলাদ্রির চূড়ায় নাই পেলাম নিবসন
নিশ্চল পাদদেশে
নিবিড় নীরজনায়
না হয় - নীলকান্তমণি হবো।