- তুমি সত্য, তুমি সুন্দর
  তার চেয়ে বড় কথা, তুমি বড় নির্মল।
  আমি অর্ধসত্য, মিথ্যের দোসর,
  তোমাতে ডুবে চেয়েছিনু হতে শুভ্র শ্বেতকমল।


-  বরাবরের ন্যায়?
   বক্ষদেশ চিরে উদ্যত লুকোতে তব পাপ?
   এ যে অনায্য অন্যায়,
   যদিও তোমার বোধে থাকে না সে সন্তাপ।


- হীরকের ন্যায় তব ধার,
  অটল গিরিদূর্গধারী মৃত্তিকাসম ভার,
  তোমার কাছে তুচ্ছ জেনো ঐ মহোর্মি ও পারাপার।


- কল্লোলের ঐ হিল্লোলিত রূপ,
  দর্শনে মোর অদ্রিসম মনোবল নিশ্চুপ,
  ব্যর্থতার কণ্ঠমাল্যে হতবিহ্বল সন্ধ্যাদীপ আর ধুপ।


- ক্ষমা প্রত্যাশী আমি আজ পুনর্বার,
  মর্যাদার বসনাঞ্চল ছিন্ন করেছি দুহস্তে আমার,
  তাও যে বোধ বলে ভালোবাসি ঐ শৈলরে দুর্বার।


-  শৈল নয়, ভেবো ফিরেছো টিলাতলে,
   তাতে বোধের রুদ্ধ বরফ যাবে গলে,
   প্রেমাতাল ছন্দ উদ্দিপ্ত হবে নব্য ঘড়া জলে।
   ভেবে নিও- রিক্ত আমি, শূন্যতা মোর পরিচয়
   তব অন্তরাত্মাই শুধোবে তোমায়,
   সময়ের এ কেমন ধারা অপচয়?
   জেনে নাও-দূরপানের ঐ শুদ্ধ শঙ্খনাদ,
   নিত্য শক্তি দেবে আমায় রুখতে সিন্ধুনাদ।
   ভ্রমে পড়ে হৃদকুঞ্জে হয়েছিলো তব ঠাঁই,
   আতিপাতি করে খুঁজে চলেছি,
   আজ সেথায় কোথাও যে তুমি নাই।।