চলতে গিয়ে
পথের ধারে,
কুড়িয়ে পেলাম পদ্মকয়েক।
একটি নয়,
দুইটি নয়,
গুনে গুনে গোটা শয়েক।
শীর্ণ গায়ে,
হেলার ঘায়ে,
বিবর্ণ তার গাত্র বরণ।
বুকে তুলে,
অহং ভুলে,
ফিরিয়ে দিলুম আপন গড়ন।
হঠাৎ এক দিনান্তে,
হারিয়ে গেল অজান্তে।
বোকার মত চেয়ে রই,
আমার পদ্ম গেলো কই?
বিধাতা এত নিষ্ঠুরতায়,
কিসের শাস্তি দিলে আমায়।
চার দেয়ালের রুদ্ধদ্বার,
সাক্ষী ছিলো প্রজ্ঞার।
সবকিছুই বোধ করি আজ নষ্টদের অধিকার।।