পড়ন্ত বিকেলে আসন্ন রাত্রির আবাহন
ঘরমুখো মানুষের ঘরে ফেরার তাড়া
শ্রান্তিভরা ক্লান্ত কায়া-
কদাচিৎ একঘেয়ে চিরচেনা আঙ্গিনা বিচ্যুত
কখনও বা ভালো থাকার লুকোচুরি খেলা
যৌবনের রজনীগন্ধা গুচ্ছ
প্রাত্যহিক যাপিত সময়ের ধুলি ধুসরতায়
সুবাসহীন ব্রাত্য অবয়ব
রাজপথে কোলাহল, অন্তরে ডামাডোল
ফ্রয়েডীয় অনুভূতির অণু অণু অনুরণন
প্লেটোনিক প্রেমও বোধ করি রাঙ্গিয়ে দেয়
তোমার গহীন হৃদয় ভূবন।
নশ্বর পৃথিবীর মাথামোটা মানুষের
ভাববাদী সত্ত্বার কদর্য কাদা ছোঁড়াছুড়ি
ভারবাহী দীর্ঘশ্বাস গুলো বাতাসে মিশে
পূর্বেই হয়েছে নিস্তেজ


তৃপ্ত তুমি আজ,এবেলা সময় ফিরে যাবার
স্মৃতিগুচ্ছ ফেরত নেয়ার ক্ষমতা নেই তো?
কী আর করা-
করুণা ডালাটিই না হয় সাথে নিয়ে যেও!