রেখাগুলো সোজা সরল নয়,
হয়তো বক্র, ভীষণ বিশৃঙ্খল ;
নুড  কিছু চিত্রের বিশ্রী বলয়,
মানসিকতায় লেপ্টে যায় হতাশার শৃঙ্খল।।


তারপরেও তো কিছু কথা থাকে
রাশভারী অবয়বে অপ্রকাশ্য থাক মনের সে ভাব
নশ্বর পৃথিবীর অর্থহীন কিছু সমালোচনায়
নুরানি সত্ত্বাদের কদর্য সঙ্কীর্ণ মনোভাব,
মননের শুভ্রতাই রুখে দেবে কৃষ্ণমায়ার আবির্ভাব।।