অদ্ভুত জীবনের কিম্ভুত চেতনা,
স্বপ্নেরা সেখানে কাব্যিক ভাবনা।
প্রেমগুলো ক্ষয়ে যায় জাগতিক লালসায়,
সততারা পুস্তকে মুখ ঢাকে লজ্জায়।
ভালোবাসা নীতিহীন,সমাজটা কৃতঘ্ন
কামাতুর চাহিদায় হৃদয়টা নগ্ন।
যাকে কিছু দেবে তুমি,বলবে সে আরো চাই,
কী আর চাইলাম?কিছুই তো পাই নাই।
এক মুখে কত কথা বলে যায় অবিরাম,
নচ্ছার সমাজের নীচতম অভিরাম!
গতিপথ গতি পাক,
ভাঁজে ভাঁজে খাদ থাক,
সুন্দর ধ্বসে যাক,
নীতিগুলো পুড়ে খাক।
তলানিটা ছুঁয়ে গেলে বোতলটা ভারহীন,
বিপ্লব আসবেই উত্তাল দ্বিধাহীন।।