কুলুঙ্গির খণ্ডিত গীতবিতান ঘেঁষে
চুনসুরকির ছাতে জঞ্জালের ঝাঁপ
পরাহত কোনো ফড়িঙের ভবিতব্য
ঝোপ বুঝে কোপ মেরে জুড়ে অপলাপ।


টিকারায় ঠুমকির ভুলভাল তাল,
মোহভরে অপলক চায় ক্ষণকাল।
মুগ্ধতা মুখ টিপে হেসে কুটিকুটি,
ডানাভাঙা পাখিটিও আসে ছুটি ছুটি।
টকটকে প্রেমে আজ কটকটে চাহনি,
দগদগে ঘাঁয়ে পাই টনটনে গাঁথুনি।
ছলছল চোখে ভাসে খলখল হাসি,
শনশন বাতাসের ধ্বনি ভালোবাসি।


গীতিময় দিবসের বাঁধভাঙ্গা ডাক
জঞ্জাল মাখা মনে পূর্ণতা পাক।
দালানের খুপরিতে আছি কিছুকাল,
নিজভূমে ফিরবোই দেখো মহাকাল।।