নিথর ভাবলেশহীন ভাবাবেগে দুর্ভাবনার বলিরেখা
বিশ্বাসটি আজ প্লাস্টার অব প্যারিসের মুঠোয় বন্দীদশায়
ভালোবাসা শব্দহীন ক্রন্দন বিলাপে, একটু মুক্তির আশায়
মিসিসিপির বদ্ধমুখে ইস্ট্রোজেনের আহত ভগ্ন পাখা


ক্লান্ত জীবনে ভ্রান্ত পরশে প্রশান্তির ক্ষণিক কাল
উৎফুল্লতার উন্মুক্ত বক্ষ জুড়ে সহস্র গ্লানির দহন
বালির বাঁধে হারিয়ে গেলো ডালা ডালা তোষণ
শূন্য হাতে অহংবোধে উল্টো ধারায় অক্ষি ডিঙ্গির পাল।


রাতের আঁধারে নিয়ন আলোয় মধ্যযুগের প্রণয়
ভাবনাগুলোর গাঁটে গাঁটে আরেকটু জট গাঁথে
দুঃখ ভুলে আবাস গড়ে  কুটিল ভাগ্যের সাথে
মুহুর্মুহু প্রতিজ্ঞায় আমন্ত্রিত হলো প্রবল এক প্রলয়।