শরতের স্নিগ্ধ সকালের মুখ জুড়ে বিষাদের মলিনতা
গত হওয়া রাত্রির নিষ্ঠুর পদাঘাতে দগদগে ক্ষত
তবু আরেক প্রভাতের নবজন্মের লৌকিক ব্যস্ততা
বৃক্ষ পল্লবে প্রভঞ্জনের প্রাণহীন প্রাণস্পন্দন
সুবিন্যস্ত বিশাল অট্টালিকাগুলোর নির্লজ্জ ভাবলেশহীনতা
মস্তিষ্কের নিয়ত প্রদাহে কোনো এক রাত জাগানিয়া পাখি-
দুঃসহ একাকিত্বের দহন মস্তকের দুপার্শ্বের শিরার ন্যায় স্ফীত
ডানা ঝাপটানো উড়ন্ত ছোট্ট চড়ুইটিও আজ কতটা সুখী!
স্কন্ধদেশ চেপে বসে থাকা জীবনের ভারে ঘর্মাক্ত বর্তমান
একথাল পুষ্ট ব্যাকটেরিয়ায় হয়ত আসন্ন আগামীর আপ্যায়ন!
ঘুণে ধরা সমাজের বুকে দগদগে ঘাঁয়ে গলিত পুঁজ
আত্ম অবয়বও এখানে ভীষণ স্বার্থপর
মরুভূমির মরুঝড় কেবল মরুদেশে নয়,
ছুঁয়ে দেখো বহতা জীবন -
একবুক ঊষরতা শারদ সকালের স্নিগ্ধতার হন্তারক।।