প্রত্যুষে প্রতিবার
প্রকাশ্যে প্রহসন,
প্রচিত প্রদাহে
প্রতনু প্রণোদন।
প্রতিকূল প্রতিক্রম
প্রতিক্রিয়া প্রতিক্ষণ,
প্রদৃপ্ত প্রদোষে
প্রমীলার প্রব্রাজন।
প্রমথেশের প্রতিমুখে
প্রেয়সীর প্রলোভন,
প্রজ্ঞার প্রকর্ষে
প্রক্ষভের প্রগমন।
প্রবল প্রতিরোধে
প্রলয়ের প্রশমন,
প্রস্তরে প্রসূনের
প্রণতির প্রয়োজন।
প্রমত্ত প্রেমাবেগে
প্রগাঢ় প্রণোদন,
প্রণয়ের প্রাবল্যে
প্রভাসের প্রজনন।