অস্তরাগের শেষ আলোর শেষ ভাষাতেও আজ সৃষ্টির স্পৃহা,
আঘাতের জবাব আজ প্রতিঘাতের উদ্দাম উন্মাদনা,
সৃষ্টি সুখের উল্লাসে যেন আজ, নব সৃষ্টির প্রণোদনা।
দীর্ণ সকল প্রাপ্তি আর শীর্ণ প্রতিদান,
নব্য ধারার প্রচেষ্টাতে করবে নব্য স্নান।
আছিস কারা ধরার বুকে রুখবি আমায় আজি?
আমার প্রাণের শুভ্রতাতে নতুন রূপে সাজি।
প্রবল তোড়ে রাত্রিকালের গাঢ় তমিস্রাকে
প্রতিহত নয় আহবানের উষ্ণ আলিঙ্গনে
স্বীকার করতে বাধ্য রবে মনন শুভ্রতাকে।
দিগন্তে যে আলোর রেখা প্রথম দৃষ্ট হয়,
প্রথমে তার শুভ্র পশম সত্য ভাবনা দেয়।
যুদ্ধ যখন লাগবে যেন আমি প্রবল গিরিধার,
পরাজিত হলেও ইতিহাসের পাতায় রইবো চির অম্লান।
একিলিস তুমি বীর হতে পারো,
হেক্টরও ছিলো অপ্রতিরোধ্য,
ছলনা ভরা ওডিসি তুমি কেবলই করুণারই যোগ্য।।