------ আমার পৃথিবী ও ভাবনা -----
আমার পৃথিবী আমি আমায় নিয়ে ভাববো
আমার পৃথিবী আমি তোমাদের নিয়ে রাঙাবো
আমার পৃথিবী আমি রঙতুলিতে আঁকবো!
আমার আঙ্গিনা আমি ফুলে ফলে প্রুস্পটিত করবো,
আমার দিবসে কোন এক কাকডাকা ভোরে শিশির সিক্ত পত্র পল্লবে পা ভেজাবো,
আমার দিবসের অলস দুপুরে নিমের ছায়ায় গাছে ডালে বাঁধা দোলনায় দোলবো,
আমার পৃথিবী আমি নতুন করে সাজাবো!
আমার পৃথিবী আমি নিঃভেজাল স্বার্থহীনা বন্ধুদের আচল পেতে নেবো, নিঃস্বার্থ ভালোবাসা তাদের বিলিয়ে দেবো,
আমার পৃথিবী সিক্ত হবে নিখাদ ভালোবাসায়,
আমার পৃথিবীর সেই সম্মোহনীতে রইবেনা কোন শঠতা, স্বার্থপরতা, জাতিভেদাভেদ!
আমার পৃথিবীর মানুষ মানবতা দিয়ে জয় করবে কোটি মানুষের পরান ,
আমার পৃথিবীয় সকল মানুষেরা জয়ী হবে, মানবতার জয় হবে,
পৃথিবীতে হতাশার কালো মেঘ কেটে ফুঁড়ে উঠবে নতুন এক ভোর, সোনালী সূর্যজ্জল সকাল,
হয়তো এভাবেই কেটে যাবে দিন, মাস, বছর, যুগের পর যুগ, প্রজন্মের পর প্রজন্ম আসবে,
আমার পৃথিবী তারা আমারি মতো আবারো রাঙাবে,
সাজাবে এ আমার মতো করেই যেমনটি চাই,
...... তবে এ পরমাত্মা চলে যাবার পরে রবে চীর শান্তিতে, স্রষ্টার কৃপাঘরে, অধরা, অপার্থিব জোসনার ছায়ায়,
...... স্রোতস্বীনি প্রবাহমান ঝরণাধারা পাশে, পাখিদের কলকাকলীতে মুখরীত সেখানেই কেটে যাবে অসীমক্ষণ যা আগাম বলা যায় না, স্রষ্টার উপহার ঐশীবানীতে অনুভব করা যায়,
...... তবে তাই যেনো হয় সকলি পুণ্যবান – পুণ্যবতীদের সমীপে স্মরনের আর্জি রয়।


ড. রেজাউল আবেদীন।  ১লা আগস্ট, ২০২০ইং।