এই ঘর এই সংসার সবই তোর পর,
তুমি করছো করুনাময়ের ঘর?
মনরে সবই মায়াজাল ও মিছে ,
তুমি ঘুরছ যার পিছে পিছে,
আসল ঘর সংসার তো সেথায়,
পরকালের জিন্দিগানী যেথায়,
পিঞ্জরে পরে রবে তুমি অনন্ত অসীমের কোলে,
চব্বিশ ঘণ্টা মনটাকে রাখো তাহার বোলে।
তাই সদায় কর নেককাজ সহিহ বন্দেগী,
বেহিসাবে পার পাবেনা, কুল পাবে না,
আজরাইল এমনিতেই মাফ করবে না,
জবান বন্দ হয়ে যাবে, ছাড় পাবে না,
সোনার বদনখানি নিস্তেজ হবে,
তুমি চাইবে আর কটা দিন দয়া ভিক্ষা,
তোমার চিৎকার লোকে শুনবে না,
মুনকীর নকীর কবরে হিংস্রতা দমাবে না,
যদি না কর নেকি ও পুণ্য আমল,
ইলাহের ইশক, নবী প্রেম, আপন মুর্শিদের মহব্বত,
সময় থাকিতে দ্বীনের হাল ধর, তবেই পাবে নাজাত,
জান্নাত রহমত বারি বর্ষিবে তোর তরে পরকালে,
যদি ও তুমি রবে লোক চক্ষুর আড়ালে।