মা, এ কথাটি বড় অতী ছোট্ট নহে তাই এতে রয়েছে ঊর্ধ্বাকাশের ছোঁয়া,
মা শব্দটি সার্বজনীন, সন্তানের সকলি প্রিয় অর্জন মায়েরে দাও বিসর্জন,
মা সকল জীবেররই পরাণের ধন, অন্তরের মণি আগলে রাখে মা যে সর্বক্ষণ!
মায়ের কোন মরণ নেই, কারন মা থাকে সন্তানের হৃদয়ের মণিকোটায়,
মায়েরে তাই মনুষ্যজন করে স্মরণ জীবনের পদ প্রদক্ষেপে স্মৃতির রঙছটায়!    
মায়ের আদর, স্নেহভরা মায়ার আচল, অমলিন মায়ের হাসিমাখা মুখ দেখিনা অনেক দিন,
বড় হওয়ার পেছনে রয়েছে মায়ের নিঃস্বার্থ অবদান, কি করে শোধিব মায়ের ঋণ?
কোথায় মা, দূর আকাশের তাঁরাদের মাঝে নাকি দৃষ্টির পর্দার আড়ালে খোদার কাছে, কন?
মাকে ছাড়া এ জীবন যাতনার, বিষাদের কালো ছায়াঘেরা খাঁ খাঁ করা ধরিত্রী!
মায়ে নিয়েছে কোলে, কাঁখে, দু’বাহুতে জড়িয়ে, পরম মমতা হারিয়ে গেছে এই বুঝি নিয়তি!
যেখানেই থাকুক মা সুখে থাকুক সেথায়, পরম শান্তিতে জান্নাত রহমত বারি ঝড়ুক তথায়,
পরজীবন-অনন্ত অসীম কাল তবে, মায়ের পদতলে সন্তানের স্বর্গ এ কথাটি জানে সবে,
মা হীনা এ জগত সংসারে সন্তান যেন আধমরা! মাকে স্মরণে সন্তান আজি যে পাগল পারা!  
মায়েরে করো সেবা, মায়েরে দাও ভালবাসা যেমনটি মায়ে সর্বদা দিয়েছে তোমারে,
মায়ের আশীর্বাদে ও অন্তরের গহীনের ডাক পৌঁছে বিধাতার খুব কিনারে।
এ বসুধায় মাকে ছাড়া যে সন্তানের সব সুখেরই ষোল আনাই মাটি!
ওরে মায়েরে ভুলা আয়েশি জ্যান্ত পাষাণ এই কথাটিই জেন ভবে খাঁটি।
    
                                                                                 - রেজাউল আবেদীন