রহমতের সময় আল্লাহকে ডাকো।


নিশি ত যায়রে তোর  ফাঁকি দিয়া,
আর কত কাল রইবি ঘুমের ঘোরে পড়িয়া,
ওরে কান্দিয়া কাটিয়া প্রেম কররে মন খোদার সনে,
যখন আল্লাজি বিরাজ করে নিকটের আসমানে,
রহমতের ভাগীদার হয় খোদাপ্রেমী পুণ্যপথের নিশিগোজারী,
অভাগা- অভাগিনী তখন বেহুঁশ হয়ে রয় অচেতন ওরে নফসপূজারী,
এমন ও ফায়দা পাবিনা প্রাণ পাখি উড়ে গেলে পিঞ্জর ছাড়িয়া,
ওরে অবুঝ মনা ভাবিয়া দেখ দিলের চক্ষুর মনি দিয়া,
পাবে প্রশান্তি ঘুচিবে মনের আরজি ওরে কান্দি আমি পরান ও ভরিয়া,
ভাবতে ভাবতে কয় রেজা শাহ আমারে অভাগি ব্যাথাতুর পাপ সাগরে ডুবাইও না! ,,,,,,,


~~~ রেজাউল আবেদীন। ০৪/০৭/১৯ইং, রাত ২টা, অস্ট্রিয়া।