মানুষ মানুষের জন্য, এ কথাটা সবাই জানে,
মানুষ মানুষকে বিপদে সাহায্য করে, ভালবাসে,
অন্নহীনকে অন্ন দান করে, বস্রহীণকে বস্র, অন্ধকে পথ দেখায়!
আবার মানুষ মানুষকে বিপদে ফেলে, ঠকায়, রক্তাক্ত করে,
মানুষ মানুষকে নিহত করে, ঘাতকের দলে নাম লেখায়!
শয়তানের পাষণ্ড-বর্বর শক্তি দিয়ে দুর্বলকে শুষে নেয়,
মানুষের আত্মাতো এমন নয় যে শুধু রক্ত খেতে চায়!
মানুষ মানুষের কি নিহতের আত্মা ফিরিয়ে দিতে পারে?
মানুষ কি পারে শত চেষ্টা করে ৫০০ বা ১০০০ বছর বাঁচতে? না !
মানুষকে মরতে হবে, এটা প্রকৃতির অমোঘ নিয়মেই,
তবে কেন মানুষ মানুষকে মারে, নিরপরাধরা জর্জরিত হয়,
মানুষের মানবতা লুন্টিত হয়, কুলষিত হয় মনুষ্য প্রেমাধিকার,
আফসোস মানুষ বুঝেও বুঝে না, জেনেও জানেনা, না জানার ভান?
লক্ষ মানুষের ভিড়ে কিছু বিবেকবান মনুষ্যবোধ জাগার জন্য শেখায়!
মন মানুষের আয়না, সেই দর্পণে কদাচিৎ ফুটে উঠে ফলাফল,
একদিন দেখবে সে যে তার প্রতিফল, হায় হায় রবে কেঁদে উঠবে সে,
ভাল হবার রাস্তা কপালগুণে হয়তো জীবদ্দশায় দেখবে, নয়তো দেখবে না!
কোটি সাধারনের ভিড়ে আমি অসাধারণকে চাই, যে আলোর পথ দেখাবে,
পাপীরা সুপথ পাবে, সহায় সম্বলহীনরা সম্বল পাবে, দুনিয়ায় অনাচার পরাভুত হবে,
আলোকে উচ্ছলিত হবে বিশ্ব ভ্রমান্ড, উদ্ভাসিত হবে খুশীর ফোয়ারা দেশ হতে দেশান্তরে।