আমি অনেক ছোট থেকেই এক-আধটু লেখালেখির চেষ্টা করতাম। পারতাম না। আর যা হত তার মাথা-মুণ্ডু আমিই বুঝতাম না। যত বয়স বাড়তে থাকে লেখালেখিটা ভালো লাগতে থাকে। স্কুল, কলেজ, ভার্সিটিতে পড়া-অবস্থায় টুকটাক লিখতাম। কিন্তু ঠিক যেন লেখা হয়ে উঠত না। কেমন যেন খাপছাড়া খাপছাড়া মনে হত। মন চাইত, আর যা আসত মাথায় লিখতাম। আর সেসব সংরক্ষণে রাখতাম না। বেওয়ারিশের মতো যত্রতত্র অগোছালো থাকতো। আর তাছাড়া, লেখার মতো তো তেমন কোন উপলক্ষ বা উপকরণ চাই, আশেপাশে পাইনি। আমি কবিতাটাই বেশি চর্চা করতাম, এখনও তা-ই করছি।


কিছুদিন হল লেখাটার প্রতি ঝোঁক এসে গেলো। মানে উপকরণ পেয়ে গেলাম। কবিতার জন্য পরিবেশ যেমন তেমন, চাই পরিপুষ্ট উপকরণ, উৎসাহ, প্রেরণা। গত কয়মাস ধরে আমি সেই উপকরণের উপর ভরসা করে কয়েক ডজন কবিতা লিখে ফেললাম। কবিতার মান যাচাই করি না, ভালো লাগা থেকে কবিতা লেখা। একটা নারীর মাঝে যে পুরোটা অংশজুড়েই কবিতা বাস করে করে জানলাম ত্রিশ বছর পর।


তারপর অনলাইনে কবিতাচর্চার উৎস খুঁজতে থাকলাম। সার্চ করতে করতে 'বাংলা কবিতা' নামে পেয়ে গেলাম কাঙ্ক্ষিত সাইট।


ধন্যবাদ এই সাইটের অ্যাডমিন, কলাকুশলীদের। আমার লেখালেখির পথটা হয়তো আরও কয়েক ধাপ এগিয়ে গেলো। দোয়া করবেন সবাই।