যারা ব‌লে অ‌বৈধ সরকার!
তারা কেন নাই প্র‌তিবা‌দের জ‌ন্যে সবার,
যারা ব‌লে নাই গনতন্ত্র,
তারা কেন নাই প্র‌তি‌রো‌ধে, কেন ভীত স্বন্তস্ত্র?
যারা ব‌লে সব‌কিছু অস‌ত্যে, জুলু‌মে  ভরা,
তারা কেন নাই অাকন্ঠ অাজীবন অামর‌নে প্র‌তিবা‌দের ধরা, য়!
‌যারা সত্য প্র‌তিষ্ঠা ক‌রতে চান,
জীবন বা‌জি রাখ‌তে হয়, মি‌শে সর্বসাধারন,
‌ভোগ, উপ‌ভোগ তারা ধা‌রেনা ধরায়,
অকল্যা‌নে, জুলু‌মে, নির্যাত‌নে তারা প্রান দেয় হায়!
যারা পৃ‌থিবীতে সত্য, শা‌ন্তি, কল্যান, সু‌বিচার প্র‌তিষ্ঠায়,
জানা কথা, অাসমা‌নে তব উঠি‌য়ে নেয়া হয়।।


অজানা ভাবাহীন ভ‌বে নাজানা কথা ছ‌ড়ি‌য়ে অা‌লোচনা,
অার নি‌জের খে‌য়ে প‌রের গরু চড়া‌নো একই
কথাবাহানা,
গা‌ছের চারা পা‌নি না পি‌য়ে বা‌চে না,
প্র‌তিবাদ প্র‌তি‌রোধ না হ‌লে অন্যায় থা‌মেনা,


‌কি হ‌চ্ছে? ভা‌লো কি মন্দ নাই ধারনা,
‌যে দল ক‌রি হ‌য়ে থাকা দলকানা!
‌বের হ‌বে ম‌া‌টি খু‌ড়ে ইদু‌রে লুকা‌নো ধান,
গর্ত খুড়‌তে সংগ্রা‌মে গরীব যে জন,
পাই খা‌দ্যের সন্ধান,


যারা অ‌বৈধ অ‌বৈধ ব‌লে চিৎকার ক‌রে,
তারা কম জানাশোনা প‌া‌নে,
লু‌কি‌য়ে থা‌কে ইদু‌রের গর্ত ভ‌রে,
‌রো‌দের অা‌লো চ‌লে গে‌লে ধা‌রে,
‌বের হয় রা‌তে!
ক‌বে দিন হ‌বে, ক‌বে দিন অাস‌বে তী‌রে,
‌মেরে খাওয়া যা‌বে মেধাবী ছাত্রের ক‌ল্পিত অাসন,
গরীর লো‌কের উপাজর্ন,
অার, গ‌ড়ে তুল‌বে ভাঙগা‌চোরা ধ‌র্মের সংসার!


কা‌রো গুনগান গাই‌তে অা‌সি‌নি,
ক‌বিরা কা‌রো ধার ধা‌রেনা তব কা‌হিনী,
‌ব্রি‌টিশ অামল থে‌কে অা‌সি, কে উন্নয়ন ক‌রে‌ছে বেশী,
‌দে‌খে নাও জে‌নে নাও না জানা অতীত,
ক‌া‌রো টাকা খে‌য়ে পয়সা খে‌য়ে যারা প‌তিত!
অন্যা‌য়ে, অকল্যা‌নে অার অাপনারা ব্যথিত!