ধু‌লিময় শহর প্রান্তর,বন্ধ্যা বস‌তি অা‌ছে প‌ড়ে,
ই‌টের ভাটার ধুয়‌া, গ‌লিত স্তপের অাবর্জনা, পা‌খিরা উড়ে ম‌রে!
ভ্যা ভ্যা , টিট টিট, হো হো গা‌ড়ির শব্দ‌ে,
নী‌তি নির্ধার‌কেরা ঢু‌কে পড়ে পার্লা‌মেন্টে, ম‌জে থা‌কে অশ্রা‌ব্যে,
অা‌মি সরকারী চাকরজীবী ভা‌তে ভা‌তে দাঁত ব‌সি‌য়ে তৈ‌রি র‌ক্তে,
চালান করে দেই ভ‌বিষ্যত র‌ক্তে নীর‌বে নিঃশব্দে,
জীবানুরা ক‌রে বাস কত অাজীব‌নের ডিএ‌নে‌তে,
‌দে‌খে কার ছ‌াগল কে খায়, নীর‌বে ধূম‌ড়ে ম‌রে,
ধু‌লিময় শহর প্রান্তর,বন্ধ্যা বস‌তি অা‌ছে প‌ড়ে,


‌বিলা‌সের রা‌জ্যে পা‌ড়ি দি‌তে পা‌রি সং‌গোপ‌নে স্বা‌দে বিস্বা‌দে,
অামার ই ছে‌লে মে‌য়ে ঢু‌কে প‌ড়ে বিলা‌সে অাস্বা‌দে অস‌ভ্যে,
‌তোমার ক‌তো টাকা অামার ক‌তো মিলাই বৈধ অ‌বৈ‌ধ এ,
রে‌খে দিয়ে অসভ্যতার ভুবন, মে‌লে দি‌য়ে অন্তর যা প‌ড়ে‌ছি‌লে,
সকাল বিকাল স‌ন্ধে ল‌য়ে, খে‌লে যায় ক‌তো খেলা সভ্যতার বটব‌নে,
ধু‌লিময় শহর প্রান্তর, বন্ধ্যা বস‌তি অা‌ছে প‌ড়ে।।