অাধার ঘ‌নিয়‌ে অাস‌ছে, সকা‌লে , দুপু‌রে, বিকা‌লে,
সূ‌য্যের অা‌লো মা‌ঝে মা‌ঝে উকি মা‌রে দে‌ারগোরায়,
রা‌তের অাধার অার দি‌নের অাধার প্রকৃ‌তি কি বু‌ঝে?
বু‌ঝে হয়তো।
‌টে‌বি‌লের পা‌শে স্তুপ কাগ‌জে রা‌শি রা‌শি পয়সার পসরায়,
মিটায় কি শ্র‌মি‌কের নিত্য সংসা‌রের অা‌বেদন, অার
শরী‌রের ঘা‌মের অাস্তরণ নি‌জের সা‌থে বেঈমানী‌তে ব্যস্ত,
নি‌য়োগকর্তার পার‌ফিঊ‌মের গ‌ন্ধে ব‌মি অা‌সে নিং‌ড়ে নিং‌ড়ে।
বুক চে‌পে রাখা বড় বড় নি:শ্বাস বাতা‌স খাম‌ছে ধ‌রে।
অাধার ঘ‌নি‌য়ে অা‌সে চেতনায়, মানুষ কে ভা‌লোবাসার স‌নে,
ফ্যা‌নের শুক‌নো বাতা‌সে কাগ‌জের পাতারা বেসামাল,
উনো পোকাগু‌লো সি‌ধে ঢু‌কে পড়‌ছে সুড়ুঙ্গে,
গভীর অন্ধকা‌রে।।