এখ‌নো সময় অা‌ছে শু‌য়ো‌রের পাল,
ধ‌রো পাল শা‌ন্তির, ধ‌রো কল্যা‌ে‌ণের হাল,
‌যারা জনগ‌নে বিশ্বাস ক‌রো না,
যারা রাজনী‌তির সঙ্গা পর্যন্ত জা‌নো না!
‌দে‌খো না কি হ‌য়ে‌ছে অরাজকদের অাজকাল,
গ্রীক নগরী, রোম নগরী, মোগল স্রামাজ্য,
ক‌তো বিবর্ত‌নে অাজ বিশ্ব সভ্য,
সংস্কৃ‌তির বিবর্তণে সভ্য হ‌তে মোরা বাধ্য।
এখন যারা পাখা তু‌লে অাকা‌শে উড়ো,
ন্যায় অন্যা‌য়ের বালাই নেই, ব‌লি অার একটু উড়ো,
‌বিবর্তণ সমাসন্ন।
প্রগ‌তির ছায়াত‌লে যারা সততা রা‌খে না,
ই‌তিহা‌সের অাস্তাকূ‌ড়ে তা‌দের কূ‌ড়ি‌য়ে পাই,
ব‌ড়ো ব‌ড়ো বু‌লি অাও‌ড়ি‌য়ে কা‌কের ম‌তো কা কা র‌বে,
শুধু বির‌ক্তি অা‌সে মুখ ভ‌রে উৎগীর‌ন লালায়,
‌নি‌জের প্রাণ বা‌জি রা‌খে না যারা সংগ্রা‌মে রত,
অা‌দিম মানু‌ষের ম‌তো,