‌নেতৃত্ব তাঁর প‌দে লুটায় যে কভু ন্যায়‌বিচা‌রে না ডরায়,
সূ‌র্যের কিরণ না তব লুকায় প্রান্ত‌ে র যত জানা অজানা ধরায়,
প্রকৃ‌তি‌কে ব‌শে অানা মানব সম্প্রদায়, কেন বি‌দ্রোহী হ‌তে ডরায়,
জা‌নি ভয় পায় নি‌জের ভিত‌রের অাকন্ঠ- নিম‌জ্জিত কু‌টিলতায়,
অাধা‌রে কে বা‌তি দি‌বে, সেই যে, তেল চু‌রি ক‌রে‌ছিল,
অন্তত যে সংকরাায়নে চু‌রি ক‌রে, তার থে‌কে ভা‌লো, য‌দিও খা‌নিক এলো‌মে‌লো!
ঘ‌রে ব‌সে যারা রাজনী‌তি অালা‌পে গীবত ক‌রে মুখ ভ‌রে,
অাঙ্গুল চু‌ষে চু‌ষে তারা কা‌র ক‌তো চুল ছি‌ড়ে!
একটু নি‌জের সু‌বিধায় স্বা‌র্থে যারা বেশ্যাল‌য়ে যায়,
তা‌দের কথা না ভা‌বি সেই প‌বিত্র মনে, একটু হ‌লেও পড়া‌শোনা ক‌র ভাই,
অথবা নি‌জের বেশ্যা‌গি‌রি‌তে তোমার মুখ লুকাও।
সত্য রাত দি‌নের ম‌তে স্পষ্ট হ‌য়ে না পা‌রে না,
যারা না জা‌নে, জে‌নেও ব‌লে না, এ জীব‌নে তারা কাঙ্গাল না হ‌য়ে থা‌কে না।