অামা‌কে মেরে ফেলা হ‌বে অা‌মি তো জা‌নি,
স‌ত্যের ঝান্ডা নি‌য়ে ব‌সে নেই, তা‌দের কত‌লে কোপ মা‌রি!
ধী‌রে ধী‌রে অামায় তু‌মি ক‌রি‌তেছ  প্রজ্ঞায়, প্রত্য‌য়ে, সততায় ক‌ঠিন, ভারী!
‌দি‌তেছ শিহরণ জাগা‌নিয়া শ‌ক্তি অ‌স্তিত্ব‌তে অামা‌রি।
কাও‌কে ছাড়া হ‌বে না, যেখা‌নে অন্যায় অ‌বিচার,
কল‌মের ভাষা খু‌জে পা‌বে অার ন্যাড়া কর‌বে সর্বসু‌খের সংসার,
গনতন্ত্র অার যতো তন্ত্র, ছু‌ড়ে ফে‌লি নর্দমার গ‌লিতে ,কী‌টের  হোক অাহার!
অামার ভা‌য়ের কো‌নো অযা‌চিত, ব্যর্থ রাষ্ট্র এর কার‌নে মৃত্যু পরপার!
রাষ্ট্র‌ এর পাছায় ঢু‌কি‌য়ে দি‌বো অামার কল‌মের ধার!


চরম বৈশাখী উৎস‌বে সবাই মা‌তোয়ারা ব‌ঙ্গে,
ধ‌র্ষিত হ‌চ্ছে, মে‌রে ফেলা হচ্ছ‌ে, রক্ত চোষা হ‌চ্ছে, চাক‌রিহীন করা হচ্ছ‌ে কতনা রঙ্গ‌ে,
বা‌লের দুদক, হা‌লের অাদালত, পাড়ার থানা ঘু‌মি‌য়ে থা‌কে নিজীর্ব অ‌ঙ্গে,


‌কেউ মরে গে‌লে সবাই দ্যা‌খে অা‌বে‌গে নিরা‌বে‌গে,
এখনও ক‌তো কোম্পা‌নি, শ্র‌মি‌কের, কর্মচারী, কর্মক র্তার বেতন মে‌রে চু‌ষে খায় তার খবর কি কেউ রা‌খে,
‌যেখা‌নে যে প্র‌তিবা‌দে সরব মুখর,
লা‌থি দি‌য়ে বের ক‌রে দি‌চ্ছে নীর‌বে নি‌য়ে এক প্রহর,
পুজিবাদী সব কর‌পো‌রেট, মা‌লি‌কদের গোলাম রাষ্ট্র বহর,
অামার ভাই‌দের সংসা‌রে ভুক লে‌গে থা‌কে, থা‌কে না অাহার,
ব‌সে ব‌সে গনভব‌নে , পা‌র্টিঅ‌ফি‌সে, অ‌ফিস কার্যাল‌য়ে নীরব,
অা‌মি তো ৭০ বছ‌রের নারী কি ক‌রিব অার!
জা‌নি অামাকে মে‌রে ফেলা হ‌বে , অা‌মি তো জা‌নি,
নতু‌নের প্রত্যাবর্ত‌নে অা‌মি লিখ‌ছি অার ভবিষ্যত ধ্যানী!