‌মানব মানবী তু‌মি কেন এত ত্বরা প্রবণ?
‌কেন খুজো না সংস‌া‌রের ধরন,
এতটা বেখয়াল‌ে ক‌তো স্ব‌প্নের সমা‌ধি র‌চে,
ম‌ন কি চায় ? দেহ কি তার খবর রা‌খে?
‌কেন এফ‌বি, ইউটিউ‌বে এত মাথা খাটায়,
‌নি‌জের ক‌তো ব‌ড়ো প্রেম অকা‌লে হারায়,
অদূ‌রে কনসা‌র্টের ঘুম কাড়া প্র‌তিশব্দেও,
‌নি‌জে‌কে ঘা‌টি, তৈ‌রি ক‌রি অমূ‌ল্য বাগধারায়,
যখন অামার শব্দ তু‌মি শুন‌বে না নিয়ম ক‌রে,
প্র‌তিটা পঙ্ক‌তি, গাই‌বে গান তোমার ঘ‌রে।
অামার শব্দ, প্র‌তিশব্দ ক‌তো প্রগাঢ় তু‌মি বুঝ‌বে,
ম‌নে হ‌তে পা‌রে অামার এতো নীরবতা!
যখ‌নি তোমার পা‌ড়ে অাস‌বে ‌তোমার গ‌র্ভের গভীরতা,
অঝ‌ো‌রে কে‌দোনা কে দি‌বে স্বান্তনা?
অা‌মি মুর্খ, অা‌মি অধম, অা‌মি চির ব্যর্থ, কেন বু‌ঝে‌ানা?
স্বপ্ন র‌য়ে যায় বাকী সব মি‌থ্যে,
অামার দে‌হের ভূল প্র‌ণোদনায় এই মত্য‌ে,
‌তোমার চো‌খেরও জলে বে‌চে থাক‌বে,
‌তোমার অামার স্ব‌প্নের ফে‌রেশতা!