আমার আশা এম‌নি নিরাশায় ডুবন্ত
শৈশব থে‌কে জ্বল‌ছি এখ‌নো হয়‌নি ক্ষান্ত,
পর‌তে পর‌তে যার জড়া‌য়ে আছে কা‌হিনী
কত শত বান‌ী, আর নিরব‌ধি অ‌বিরত বিবরনী।


অা‌মি তো দেখে‌ছি স্বপ্ন ভরা যৌবন
যেখা‌নে পড়‌বে অা‌লোক বিস্ফুরন,
দে‌খে‌ছি অাকাশ‌ছোঁয়া স্বপ্ন স্বপ্নীল
কি‌সের দংশ‌নে তা হ‌লো বেদনা নীল।


যার শুরু থে‌কে চেষ্টার কম‌তি নাই
অা‌মি তো অাগা‌গোড়া ছিলাম তাই,
তবু কেন এমন অাচরন অামার সা‌থে,
অামার বুক ভরা স্বপ্ন, স্বপ্নই থা‌কে।


সা‌ধ্যের ম‌ধ্যে স্বপ্ন দেখা, অামার অ‌ধিকার
অাজ অা‌মি দে‌খি যেন, তা ছিল বিকার,
ক্ষ‌নে ক্ষ‌নে অ‌া‌মি বদলাব, বদলা‌বে না চেষ্টা
অামার ভিত‌রে জা‌গে যেন কি তেষ্টা!


হৃদয় দেব, সময় দেব, দেব অামার জীবন
এ জীব‌নে কি অা‌ছে ? দেখব অা‌মি এখন,
অা‌মি বি‌দ্রোহী,অা‌মি নিয়ম না মানা যুবক
অামি অত্যাচা‌রি, নি‌জের অত্যাচারী বাহক।