বাতা‌সে অ‌ক্সি‌জে‌নের বড় অভাব, দম বন্ধ ভাব
ঘ‌রে অা‌লোর সল্পতা, চা‌রি‌দি‌কে অাধার
হৃদ‌য়ে ভা‌লোবাসা নেই, পাষাণ হৃদয়,
ফু‌লে গন্ধ নেই, মৌমা‌ছির দু‌রে থাকা স্বভাব ।


মানু‌ষে মান‌বিকতা নেই, পশু কদাকার
ধ‌র্ষিতা জা‌নে না চেহারা, অ‌ভিশাপ তার,
প্রভু জা‌নে না ধ‌র্ষিতার নীরব কাদার প্রহর
ধ্বংস হোক পু‌ঞ্জিত সম‌য়ে অহংকার ।


ধর্ষক জা‌নে বাতা‌সে অ‌ক্সি‌জেন অা‌ছে
তার বাচার পথ রাষ্ট্র খো‌লে রা‌খে
তাই‌তো এত নির্মমতা, রাষ্ট্র ভু‌লে‌ছে সদাচার,
রাষ্ট্র ভু‌লে‌ছে বিচার, ধ‌র্ষিতা খু‌জে অাত্নহত্যার পথ ।


অ‌ভিশাপ দেই লি‌খে লি‌খে স্তবক
বিচার চাই না , চাই শ‌ক্তি দুম‌ড়ে মুচ‌ড়ে দিবার।