অতঃপর ভে‌বে দে‌খি, কত ছোট বড় স্বপ্ন  খে‌লি,
ম‌নের গ‌হি‌নে , কা‌লের চুরাব‌ালি‌তে,
অধরা স্বপ্ন‌ে, অধরা ইচছা হো‌লি খে‌লে নিরালা‌তে,
অাপ‌নি অাপনা হতে ছে‌ড়ে কথা ব‌লি সংসা‌রে‌তে,
অাপনার অাপন যে পন, মি‌শি‌য়ে শতসংসারজন,
হা‌রি‌য়ে দেয় কচুপাতা কাটা , নিষ্ঠুর অযা‌চিত ক্ষণ,
অথচ ভে‌বে পাইনা অাপনার প‌নে, অাপনার পা‌নে
শ্রদ্ধ‌া জি‌য়ি‌য়ে রা‌খি না কেন অন্তর নিরন্তর শানে!


কত সজন যা‌দের জাগে‌নি, প্রগ‌তি প্রজ্ঞায়  
সমাজ বি‌ব‌র্জিত কোলাহল হ‌তে দু‌রে থে‌কে,
অাপনার সজন 'স্বপ্ন কে ‌দি‌তে অ‌ক্স‌ি‌জেন
‌নি‌জে‌তে জা‌নে না, জানার ভাব দেখায় সঙগায়!
বু‌ঝেও না বুঝার ভা‌নে, ক্ষত‌বিক্ষত প্রা‌নে অাপনায়
মহৎ পেশাও কত বি‌চিছ‌রি অামায় ও ভাবায়!


‌নি‌জের পে‌টে ভাত নাই, অ‌ন্যের খোজ রা‌খে,
মহতী হ‌য়ে নয়, পা‌নে তা‌দের 'অসুর' জা‌গে!