কে ব‌লে সঙ্গম ছাড়া ভা‌লোবাসা পূর্নতা পায়
‌কে ব‌লে প্রে‌মিকার বু‌কে অা‌কিবু‌কি ছ‌াড়া ভা‌লোবাসা হায়!
‌দেড় বছ‌রের প্রে‌মের পূর্নতা বাস‌রে, অাগু‌নের ম‌তো দাউ দাউ,
হ্যা সঙ্গম হ‌লেও  প্রেম না থাক‌লে ভা‌লোবাসা অন্ধকা‌রে মুখ লুকায়,
‌বৈধ অবৈ‌ধে ক‌তো প্রেম হাহাকা‌রে বাতা‌সে মিশায়,
যার যা হারায় সেই বু‌ঝে হারা‌নোয় সব অা‌সে যায়!
‌কে ব‌লে ভা‌লোবাসা ছাড়া সঙ্গম পূর্নতা পায়।
অামার অা‌মি প্রকৃ‌তির প্রাকৃতে কিছু না প‌রিবর্ত‌নে ‌বিকালাঙ্গ দায়,
ধৈ‌র্যের ঈমা‌নে অা‌মি ক‌তো টুকু পাড় গ‌ড়ি, ভে‌ঙ্গে ভ‌বে নিরালায়,
‌প্রেম ছাড়া মায়া ছাড়া কিছু গ‌ড়ে না ভ‌বে কাল‌বেলায়,
‌দোষ অামার সব প্রেম অামার ফা‌সির মঞ্চ‌ে মাথা পে‌তে রা‌খি সবসময়,
‌কে ব‌লে সঙ্গম ছাড়া ভা‌লোবাসা পূর্নতা পায়,
অা‌মি অা‌স্তিক তা‌তে কি অামার প্রেম সমাজ ফি‌রি‌য়ে দেয়,
অা‌মি প্রেম ছাড়া কা‌রো দি‌কে মাথা তু‌লে কভু না দাড়াই,
‌হে প্রভু, সমাজ ভুল বো‌ঝে, প‌রিবার মুখ বু‌ঝে বেগানাকে অাশ্র‌য়ে বেগানা সন্ধায়,
‌হে প্রভু চরম প্রভুভক্ত প্রাণী‌রে তু‌মি দিয়া‌ছে অাত্নশ‌ক্তি নিরালায়,
‌তোমার ম‌হিমায় তে‌ামার প্রায় সব গুনগা‌নে মানব টি কেন প‌থে পা পিছলায়,
কে ব‌লে ভা‌লোবাসা ছাড়া সঙ্গম পুনর্তা পায়,
সবাই ক‌তো মাধ্য‌মে ক‌তো ভা‌বে দর‌বেশ সাজায়,
‌নি‌জে‌কে,তা‌তে কি কো‌নো প‌রিবর্ত‌নে হাওয়া পায়,
চরম গুণগু‌লি সবাই অাছ‌ড়ে ফে‌লে মুর্হমুর্হ  সবাই তাও বিজলায়,
সততার কোন রেশ নাই নি‌জের প‌রিবা‌রে, সমা‌জে কেন সবাই প্রেম সঙ্গ‌মে কিল‌কিলাই,
‌নি‌জের প‌ত্নি‌কে না ভা‌লে‌া ব্যবহা‌রে, না ভা‌লো‌বে‌সে রা‌তে মত্ত কোন খেলায়,
প্রে‌মের কথা শো‌নো ছে‌লে মে‌য়ে নি‌র্বিচা‌রে নির‌দ্বিধায়,
‌কে ব‌লে ভা‌লোবাসা ছাড়া সব পাওয়া যায়।।