হে‌রে গে‌ছে হে‌রে গে‌ছে মনের ও পাহাড়,
গ‌ড়ে‌ছিলাম যা‌রে বিন্দু বিন্দু ক‌রে প্রেম‌বিহার,
পর‌তে পর‌তে ভাঙ‌ছে বঙগ‌পোসাগ‌রে ঢেউ‌য়ের বাহার,
অাছ‌ড়ে পড়‌ছে পা‌নি ফে‌পে ফু‌লে ভে‌ঙ্গ‌ে প‌ড়ে পাড়ঁ,
‌হে‌রে গে‌ছে হে‌রে গে‌ছে ম‌নেরও পাহাড়,


জা‌নি ভে‌ঙ্গে প‌ড়ে সব‌কিছু, সব সংসার!
‌কেন ত‌বে সৃষ্টি হয় মহাজ্ঞা‌নে সব ভার!
‌ক্ষমতা সবার থা‌কেনা হৃদ‌য়ে দুর্বার,
কত ঋণ শো‌ধে ছিল ম‌নেরও অহংকার,
‌হেরে গে‌ছে হে‌রে গে‌ছে ম‌নের ও পাহাড়,


অাকা‌শে বাতা‌সে সাক্ষী র‌ে‌খে ম‌নের ঝংকার,
কত উচুঁ পর্বত ধসে কত কা‌লে নির্ভার,
বুক ফাটা কান্না শু‌নি তোমার বারবার!
‌হের‌ে গে‌ছে হে‌রে গে‌ছে ম‌নেরও পাহাড়,


প‌থে প‌থে যে জী‌বেরা সংসা‌রে অাহার,
‌যে জ‌মি‌তে শু‌য়ে কা‌টে তা‌দের সংসার,
‌ভে‌বে দেখ‌নি? কত রহ‌স্যে মোড়া জীব দুর্নিবার,
অাগ‌লে রা‌খে সাথী বিপ‌দে জীবনবা‌জি‌তে বারংবার,
‌হে‌রে গে‌ছে হে‌রে গে‌ছে ম‌নের ও পাহাড়,


জা‌নোতো, থে‌মে থাকা নদীর স্বভা‌বে নিরাকার,
পা‌ড়ে পা‌ড়ে কাশফু‌লেরা সৌন্দর্য যেন খাবার!
মা‌ছেরা সংসার বা‌ধে ‌কোন জীব‌নের অাবদার,
‌কে কার? তু‌মি অামার জে‌নে রা‌খো বারংবার,
‌হে‌রে গে‌ছে হে‌রে গে‌ছে ম‌নের পাহাড়।