‌ব‌লছো! অা‌মি সহজ সরল, সাত পাচ ভা‌বিনা!
বু‌ঝে না বুঝার ভা‌নে থা‌কে না‌কি ক‌বিরা!
ক‌তো সুক্ষ বি‌শ্ল‌েষণে ভাব কে ভাষা দানকারী!
সাত পা‌চে অথবা এতো জ‌টিল ক‌রে ভা‌বিনা।
জা‌নি ত‌বে অামার নও, কেন ত‌বে যাচব?
‌ঠিকানা খু‌জে নেয়না রংধনু, কোথা রং অাঁক‌বো?
‌কে যেন ব‌লে! ক‌বি কেন এত বিরহী?
‌স্বেচছায় 'ব‌ড়ে‌া' ছে‌ড়ে দেয়া? নয় কি ন‌ন্দিনী!
অাপ‌নে বিসর্জ‌নে কেবা এতো পা‌রে।
‌ভো‌গে মত্ত মর্ত্য, সিংহ না‌হি এপা‌রে!
‌ঘোর কে‌টে গে‌লে অামা‌কে কিছু না ব‌লো,
স‌ন্ধ্যের অাধা‌রে, নিদ্রা জাগরণের প‌রে,
অা‌ক্ষেপখা‌নি! বাতা‌সে মিশায়‌ো।