তো তুমি ভালো থাকো, কলমের কালিতে, সন্ধের বাতাসে,
ঘুম ছাড়া বিছানায় অামায় না হয় ভাবো,
সাহসীদের কাতারে নাই বা পড়লাম,
বর্ষার বৃষ্টি তে কাকভেজা রাতে তবু বাড়ি ফিরি,
নিজের শিকড়ের ভালোবাসায়।
অাজ যা দিবো, কাল তা পাওয়ার প্রত্যাখানে অামি পরাজিত পাখি।
নিজেকে গুটাই অন্ধকারে র শহরে
অামার প্রণয়ের অালোক জ্বলে না দিবালোকে,
তারা ,মেঘ হয়ে অাকাশে ভাসে, বৃষ্টি হয়ে ঝরে,
মাটির গহবরে কবরে রচিত হয়ে ফুল হয়ে ফুটে।
অামি অালো হতে পারি, মোমবাতি জড়ো করে... ....