তোমার ম‌নের পুনঃপুনঃ প‌রিব‌র্তিত চা‌হিদা, প‌রিব‌র্তিত খা‌য়েশ সব হয়‌তো জা‌নিনা,
তোমার পৃ‌থিবীর অাকা‌শে রংধনু যে অজানা র‌ঙে সাজুক অা‌মি জা‌নি না, তা তো মা‌নি না!
যে গ‌ড়েছে তোমার অা‌ভিজা‌ত্যের রঙের দেয়াল তি‌লে তি‌লে, তোমার কন্ঠহা‌রে সে বল‌বে সবসময় থা‌কি না,
অসভ্যতার অা‌শ্রিত ম‌নে ও যে পৃ‌থিবীর একটা শৃংখল‌কে ভাঙ‌তে চায় বি দ্র‌োহী ম‌নে,কন্ঠ বাস ক‌রে ও কি বু‌ঝিনা,
বু‌ঝি , হয়‌তো অামার বুঝাগু‌লো, দিগন্ত‌রে যেখা‌নে ভা‌লোবাসার পৃ‌থিবী বর্তমান, সেখা‌নে অ‌স্তিত্ব নি‌তে রা‌জি না।