দাড়‌াও বাতাস! গন্ধ শু‌কে নাও প্রচন্ড দুঃখ‌বো‌ধের অাতর,
‌গি‌লে ফেল অসহায়‌ত্বের দীর্ঘশ্বাস,
সন্ধের‌ অাকা‌শের ম‌তো নি‌ভি‌য়ে দাও, জে‌গে উঠার স্বপ্ন,
সব‌কিছু ভেঙ্গ‌ে যাবার ম‌তোন, অাকা‌শে ব‌াতা‌সে না খু‌জে বাসর।
‌হে স‌ন্ধের, হিম হিম হাওয়া, কেন তু‌মি এত বেপ‌রোয়া,
চি‌ড়ে ফেল তোমার প্রকৃ‌তির নিগুড়তা, জা‌নি পার‌বেনা।
বাতা‌সে দুর্বল প্রে‌মি‌কের হাহাকার, প্রা‌ণের হাহাকার,
‌কেন জান‌বে না, কেন চি‌ড়বে না, হে স্হির কাকতারুয়া।।
হে! জন‌মে জন‌মে অসাহসী‌দের কাতা‌রে না থা‌কি,
অাকা‌শে এতো রোদ ,তবু অন্ধকা‌রে ডু‌বে কাঁ‌দি,
‌যে প্রে‌মে এত মায়া লুকা‌নো, তা‌রে বু‌কে পাষাণ বা‌ধি,
‌হে অাকাশ, বেধে দাও গভীর প্রনয়ের ও রা‌শি।