অামার পৃ‌থিবী অার তোমার পৃ‌থিবী এক হ‌য়ে গে‌ছে, অার যাক না,
বাধা প‌ড়ে থাকুক না কেওকাড়াডং পাহা‌ড়ে কিংবা রুপপু‌রের পারমান‌বিক চু‌ল্ল‌ি‌তে যতই বাধা বাধুক যা,
ভা‌লোবাসার ফাঁসি যখন গ‌লে নি‌য়ে‌ছি, অপবাদ স‌য়ে যাব নি‌য়ে যাব ব‌ঙ্পোপসাগ‌রে অার অামার সাগর যত কাঁদুক ই না,


ব‌লে দি‌বো যত অাপন অার অাপন সমা‌জে সংসা‌রে ভা‌লে‌বে‌সে পে‌য়ে‌ছি অার নি‌য়ে‌ছি যা‌রে বু‌কে,মাথা পে‌তে চোখ চে‌পে ব‌লে যা‌বে তু‌মি তোমার সংসা‌রে অার অামার সংসা‌রে অামা‌রি,
কে বে‌সে‌ছে ভা‌লো অামার চে‌য়ে অাপন ক‌রে ফু‌লের কু‌ড়ির দি‌কে মুখ চে‌য়ে প‌বিত্র তোমা‌রি,
অামারর যত প্র‌তিভা বাধা প‌ড়ে অার অাগল খু‌লে সব ই তোমা‌রি, বুঝনা তুলনা সব তো নীরু ই!
‌হে‌টে হে‌টে পথ পা‌ড়ি, পা‌খির কি‌চির মি‌চির শু‌নে ভা‌লোলাগা, ক‌চি ক‌চি পাতা অার প্রখর সুর্য সব তোমা‌রি সৌজন‌্য এ হয় গগন‌বিদারী অার অামা‌রি,
তু‌মি সব উপমার ধারনকারী কারী অামার রে দিয়াছ ক‌বি নাম  ভারী,
ব‌সে ব‌সে যখন অার ঘুমা‌নোর  প্রান্তে অার যাই বা ক‌রি,
পাতাবাহার , ফুলবাহার অার ভা‌লোবাসার মন্জু‌রি সা‌জি‌য়ে রা‌খি অার ও যত্ন ক‌রে তোমার ই বাগা‌নে যা শ‌ুধু অামা‌রি,
দ‌ক্ষি‌নের গা জুড়ানো বায়ু অার অামার যত অায়ু মহাকাল কে দি‌য়ে দি‌ছি ত‌রে তোমা‌রি,
ক্লিও‌প্রেট্টা ব‌লো অার হে‌লেন ব‌লো অার ডায়না দি‌য়ে ছা‌ড়ি,
তোমার প্রে‌মের মায়া ছায়া প‌ড়ে প‌ড়ে রয় সকল প্রেমীর অন্তরী,
কা‌লে কা‌লে দিই অামার তোমার প্রেম সভ্যতার বিচার, অার প্রানখু‌লে মায়া বে‌ধে থা‌কি থাক‌বো অ‌বিকার।