কাগু‌জে প‌োড়া, প‌লি‌থি‌নে পোড়া, পোড়া পোড়া গ‌ন্ধে অার ধূয়ায়,
‌গোধ‌ুলি পে‌রি‌য়ে সন্ধ্যায়, দূ‌রে মি‌টিমি‌টি ব‌া‌তি অার অাবছায়ায়,
অাকা‌শে বাদুর অা‌সে কা‌ছে, কোন নামজানা পা‌খিরা অা‌রো সুমধুর বেলায়,
হা‌রি‌য়ে গে‌লো অাজ‌কে, সুশান্ত প‌রিশ্রান্ত সন্ধায়।
বাতা‌সে, অাকা‌শে পাত‌া‌লে লু‌টেরা অামার টাকা মে‌রে খায়,
ঘাম শুকা‌নো মায়না অামার কোন ব‌নে‌তে বিলায়,
সবাই তো বলে কেন রাজনী‌তি অা‌মি ধ‌রি, অবেলায়,
শান্ত সন্ধার, অশান্ত পন্থার, অাইনহীন রা‌ষ্ট্র এর অা‌মি কার? কোথায়?
‌বে‌ছে বে‌ছে ছোট ছোট ভু‌লে শুধরা‌য়ে ছি‌লেম রাজনী‌তি রে অাক‌ড়ি‌য়ে,
‌দে‌খি বন্ধ্যা বা‌সে, সন্ধ্যা গা‌নে, অামার ম‌তো
‌কেউ এরকম গান না গায়,
‌যৌবন চ‌লে যায়! হেলা‌ফেলায়!


‌প্রেমহীন পৃ‌থিবী‌তে সবাই ভা‌লো থাক‌তে চাই,
সামা‌জিকতা বন্দনায় কে কার হায়!
গ‌ড়ে‌ছে সমাজ সবাই, ভা‌লো থাক‌া দায়,
কা‌জিন তোমার ব্যাংকার, বি‌সিএস ক্যাডার, সিএ ক‌তো কিছু হয়,
‌তোমার ও তা হওয়া চাই!
অাপনার বা‌পে মা ও ভ‌ক্তি কেবো কি না শেখ‌ায়,
সন্ধ্যার অাঁধা‌রে তোমার বাগা‌নে সন্ধ্যা না‌মে হায়,
ক‌বিরা প্রচ‌লি‌ত কুসংকা‌রে না ধন্নায়,
অাঁধা‌রে মান‌বেরা সুন্দর কেউ কা‌রো নয়!


সবাই ঘ‌রে ফি‌রে,  অা‌মি ফি‌রি কোথায়,
তরত‌াজা তি‌রিশ বছর চ‌লে গে‌লো স‌ঙ্গি‌নি নাই,
অাপ‌নেরা ব‌লে যোগ্যতা নাই ভা‌লো শাধী কিভা‌বে করাই?
ফ‌কির হ‌লেও  ভিখারী পাত্রী কি পাওয়া দায়,
প্রেম ভরা বু‌কে যে প্রেম দেয় তঁার হ‌য়ে যাই,
‌শ্রেনী র ব্যবধা‌নে তি‌রিশ বছর নদী‌তে সাঁতরায়,
কূল হারা পুরু‌ষে কোন কূ‌লে‌তে যায়,
‌নিয়ত দ‌রিদ্র অার ধনীরা সংসা‌রে জয়ী হয়,


মধ্য‌বিত্ত অান‌কোড়া সমাজ সংসার অাকা‌শে বাতা সে বিলা‌পে কাঁদে সংসারময়,
সমাজে বা‌জে অা‌বে‌গের উলুধ্বনি, মুছ‌ড়ে প‌ড়ে থুব‌ড়ে কে না কাঁদায়,
‌ঝি‌কিমি‌কি জোনা‌কিরা কোথা থা‌কে দি‌নের বেলা পৃ‌থিবীময়,
‌খোলা চো‌খে ভে‌সে যা‌বে কত‌কিছু জগৎ‌জোড়ায়,
‌ঘো ঘো ব্যা‌ঙেরা রা‌তে কে এতো চিল্লায়,
মধ্য‌ে প‌ড়ে ন্যাড়া হয় মধ্য‌বিত্তরাই।।