এ‌তো গল্প কে‌নো ব‌লো?
এ‌ত্ত‌োসব জীবনযাপন কেন অামা‌কে শোনাও?
‌তোমার পৃ‌থিবী‌তে চেতনায় বসন্ত এসে‌ছে জা‌নি,
‌তোমার ক‌ন্ঠে, পৃ‌ষ্ঠে, অাহা‌রে, নিদ্রায়, চেতনায় সুখ অা‌ছে বু‌ঝি,
‌কেন অামা‌কে মুগ্ধতায় সব ব‌লে দিচ্ছ‌ো?
তু‌মি হয়‌তো অামা‌কে বড় ম‌নের ধারক ভা‌বো?
‌যে প্রচ্ছন্ন‌ে, নিরজ‌নে, অা‌বে‌গে, নিরা‌বে‌গে সমান থা‌কে,
‌যে হয়‌তো কষ্ট পায় না, অা‌বে‌গে থরথর হয়না,
তাই ভা‌বো?
সব কিছু যু‌ক্তি দি‌য়ে খন্ডন করা যায় ন‌া,
অামার সত্বা সবসময় কি তোমার কা‌ছে খোলা থা‌কে?
এ‌তে‌া সাহস তোমার ক্যা‌নো!
ক‌তোটা শি‌ক্ষিত হ‌লে দু:সাহস থামা‌নো যায় জা‌নি না ,
ভাব‌তে ভাব‌তে অামার জানার দরজা রুদ্ধ হ‌য়ে প‌ড়ে,
তু‌মি হয়‌তে‌া সু‌খেই অা‌ছে রা‌তে, দি‌নে রুদ্ধ ঘ‌রে, খোলা অাকা‌শে, স্বাধীন জগ‌তে,
অা‌মি কেমন জা‌নি হ‌য়ে যাই তোমার পার্ব‌ণে,
মা‌ঝে মা‌ঝে মুখ লুকাই নীর‌বে দুঃ‌খে অন্ধকা‌রে,
অার ম‌নের কথাগু‌লো লি‌খে যাই কোন কা‌লে, অাবে‌গে ,‌নিরা‌বে‌গে, বো‌ধে , অপরাধ‌বো‌ধে।