বিলের জলে পানকৌড়ি যেমন চলে ছুটে
পদ্মপাতার মাথার উপর যেমন ফুল ফোটে,
যেমন করে কাঠঠোকরা কাঠে মাথা কুটে
যেমন করে চিলপাখি মাটির খাবার লুটে।


তোমার হৃদয় তেমন করে আমার বুকে রয়
স্বাধীনভাবে লুকিয়ে থেকে মনের কথা কয়,
তোমার সকল আবেগ জমে আমার অন্তরে
সেসব আবেগ যায় না ছুটে কারো মন্তরে।


ভালোবাসার নৌকা হয়ে তুমি নামো বিলে
পানি হয়ে ঠাঁই দিই তোমায় আমার কোলে,
ঘুরেফিরে দুজন মিলে সকাল দুপুর রাত
ছড়িয়ে দিই ভালোবাসা, ভূবন করি মাত।


যতই থাকুক দ্বন্দ্ব বিবাদ, ভুল বোঝাবুঝি
তবুও সেসব ভুলে যেয়ে ভালোবাসা খুঁজি,
আমরা হলাম দুটি হাত একটি মানব দেহে
দেহখানি ভস্ম হলেও বাঁচি আমরা দ্রোহে।