তাহলে গল্প চলুক কোনো এক
নিপীড়নবিরোধী মৌন মিছিলে,
হাত ধরাধরি করে স্লোগান তুলি
হায়েনার হিংস্র আঁচড়ের বিরুদ্ধে,
গল্প চলুক ফেসবুকের মেসেঞ্জারে,
মুঠোফোনের স্পিকারে রাতভোরে,
মাইকেল অ্যানজেলোর সৃষ্টি নিয়ে,
রবীন্দ্রের শেষের কবিতার মর্ম নিয়ে,
শোভনলাল বা অমিতের চরিত্র নিয়ে,


গল্প চলুক ইজি বাইকের ফ্রেমে বসে
কাফকার মেটামোরফসিসের চরিত্র
গ্রেগর সামসার শরীরী রুপান্তর নিয়ে,
জীবনের ভারে কীভাবে সে মানুষ থেকে
কীট হয় -তারই এক অবাস্তবীকভাবে
বাস্তব, জীবনঘেসা নির্লিপ্ত গল্প নিয়ে,


গল্প চলুক বাসের দ্বৈত সিটে বসে
পাশাপাশি দৃষ্টি দিয়ে মিষ্টি হাসির
ঢেউ তুলে ব্যর্থ প্রেমিক প্রুফ্রকের
প্রেম নিবেদনের মস্তবড় চিন্তা নিয়ে,


গল্প চলুক রেললাইনে, বড় বিলের
তীর ঘেঁষে, পিস ঢালা ঐ রাজপথে,
তোমার হাতটা হাতে নিয়ে চাদের
আলোয় শরীর দুটো এলিয়ে দিয়ে।