তুমিই সমাজের কীট
একটা জঘন্য কীট,
জন্ত-জানোয়ার আর হায়েনারা
তোমার চেয়ে ঢের ভালো।


তুমি ঘুনেধরা আসবাবের সেই পোকা
বাহ‍্যত যার অস্তিত্ব নেই; কিন্তু ক্ষুরধার।
তোমার অসুস্থ দাতেঁর মরন কামড়ে
সবুজ পতাকা আজ নীল হয়েছে।


তোমার কালো ছায়ায় ঢেকে গেছে
সবুজ জমিনের গোলাকার বৃত্ত।
তুমি মানচিত্রের ধ্বজাধারী বহুরুপি কীট
ভাগাড়ের বস্তুতে যার শ‍্যেণদৃষ্টি।


কুরে কুরে খাচ্ছো জাতির চোয়াল
সমস্ত ভন্ডামি আর মিথ্যার ফাঁলে।
ক‍্যান্সারাক্রান্ত মুখে নিচ্ছ অমৃতের বাণী
জাতির কোষকেও বিষাক্ত করতে।


জানি, তুমিই সেই ভাগাড়ের কীট
অস্তিত্বহীন এক হামবড়া।
জন্ত-জানোয়ার আর হায়েনারা
তোমার চেয়ে ঢের ভালো।