পঁচিশ মার্চের খরতাপে পুড়ছে
আমার দেশ,
দিগ্বিদিক ছুটছে সবাই, হাঁকছে
মরণ -ক্লেশ।


গগণ পোড়ায় সূর্যি শাদুল
স্হলেতে ট‍্যাঙ্ক,
কোথায় যাবে কোলের শিশু?
সর্বত্রই ব‍্যারাক।


মার্চ পেরিয়ে মে- জুন
অবস্থা সে একই,
বাঙালিরা মরছে লাখে, পাক
চলেছে সাঁকোই।


জুলাই গেল, আগস্ট গেল
অক্টোবরেও খুন,
পান্তা ফুরায় মানুষগুলোর, আনতে
গেলে নুন।


নভেম্বরে একটু বদল, ডিসেম্বর
সেতো বিজয়,
পাক হানাদার বলে গেল
বাঙালিরা দূর্জয়।


মুক্ত আজি পাখির বাসা
দূরের নীলাম্বর,
প্রতি মুহুর্ত হয়ে উঠুক
ষোল-ই ডিসেম্বর।