একটা ত্রিমাত্রিক কবিতা লিখবো আমি
যার মধ্যে থাকবে একটা আস্ত পৃথিবী;
বাস্তব এই পৃথিবীর মতো তারও থাকবে
তাঁরাভরা একটি সীমাহীন নীল আকাশ।
সেই পৃথিবীর বিভিন্ন প্রান্তে আটলান্টিক
এবং প্রশান্ত মহাসাগরের মতো থাকবে
অথৈ জলরাশি- যার উপর বা নীচে
ভাসমান বা ডুবন্ত মাছের মতো খেলে
বেড়াবে স্বপ্ন রাশিরাশি। সেই স্বপ্নের
পৃথিবীতে থাকবে স্পেনের ইবিজা দ্বীপ
যেখানে রাফায়েল নাদাল, ক্রিশ্চিয়ানো
রোনালদো আর লিওনেল মেসির মতো
মহাতারকাগণ সুন্দরী বান্ধবী নিয়ে জল
কেলি করে আর তার সৈকতে গাঁ এলিয়ে
দিয়ে সূর্যস্নানে মশগুল থাকে। আমার
কবিতার সেই পৃথিবীতে থাকবে মেক্সিকোর
সেই কথিত দ্বীপ যেখানে যাওয়া মাত্রই মানুষ
তার ব্যস্ত জীবনের পাওয়া না পাওয়ার স্মৃতি
ভুলে যেতে পারে অখণ্ড উদযাপনের ভিড়ে!
আমার সেই বহু প্রতীক্ষিত পৃথিবীতে থাকবে
সম্রাট শাহজাহানের প্রেমের অমর তাজমহল
যার ঝকঝকে তারকাখচিত দেয়ালে ঠেস দিয়ে
প্রিয়ার পানে চেয়ে থাকে প্রিয় মহাকালের মতো
দীর্ঘ সময় ধরে! সেই স্বপ্নীল পৃথিবীতে থাকবে
প্রাণের প্রিয় কার্জন হলের সবুজ চত্বর যার চির
যৌবনা প্রেমকাননে হাঁটু গেড়ে বসে নিবেদন
করে তরুণীর প্রতি তরুণের উভকালীন প্রেম!
আমি স্বপ্নচারী, তাই স্বপ্নের পৃথিবীতেই হোক
তোমার আমার স্বপ্নের সেই ত্রিমাত্রিক প্রেম!