লোকটি –
      খাচ্ছে, ঘুমুচ্ছে, মুখ ভরে হাসছে
      ওখানে দাঁড়াচ্ছে, হাঁকডাক দিচ্ছে
      এখানে আসছে, হটাৎই থামছে
কিছু কি সে করছে?
করছে, করছে!
লোকটি –
      গুনগুন করছে, সিগারেট ফুঁকছে
      উসখুস করছে, গোঁফে তা দিচ্ছে
      দ্রুত পা নাড়ছে, আড়চোখে চাচ্ছে
কিছু কি সে ভাবছে?
ভাবছে, ভাবছে!
লোকটি –
      ফোঁসফোঁস করছে, মাথাটা নাড়ছে
      কখনও ফোন তুলছে, খট করে রাখছে
      জামাকাপড় খুলছে, আবারই তা পরছে
কোথাও কি সে যাচ্ছে?
যাচ্ছে, যাচ্ছে !
লোকটি –
     পরের ভুল ধরছে, নিজেও করছে
     অন্যকে হাসাচ্ছে, হাসির খোঁড়াক হচ্ছে
     সঙ সে সাজছে, অহংবোধে লাগছে
বুঝতে কি সে পারছে?
পারছে, পারছে !


সবই সে করছে, কিছু একটা হচ্ছে
কিছু কি তবে হচ্ছে?
হচ্ছে , হচ্ছে ।